অনেক আবোল তাবোল বলেছি, এখন সময় ফর্মাল কথার : জিনপিংকে বাইডেন

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: গতকাল সোমবার (১৫ নভেম্বর)  সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এক ভার্চুয়াল দ্বিপাক্ষিক বৈঠকে করেন। মার্কিন সংবাদ সংস্থা সি এন এন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
স্থানীয় সময় রাত ৮টার দিকে আলোচনা চলাকালীন হোয়াইট হাউসের রুজভেল্ট রুমে বসে টেলিভিশন স্ক্রিনে শি-এর সঙ্গে বাইডেন বলেছেন, “অতীতে আমরা অনেক আবোল তাবোল কথা বলে সময় কাটিয়েছি, আমি আশা করি আজ রাতে আমরা আনুষ্ঠানিক আলোচনা করতে পারবো।”
বাইডেন আরো বলেছেন, “আমার হয়তো আনুষ্ঠানিকভাবে আলোচনা শুরু করা উচিত। যদিও আপনি এবং আমি অতীতে একে অপরের সঙ্গে এতটা আনুষ্ঠানিক ছিলাম না।”
শীর্ষ সম্মেলন শুরু হওয়ার সময় শি বলেছেন, “আমি আমার পুরানো বন্ধুকে দেখে খুব আনন্দিত, যদিও এটি মুখোমুখি বৈঠকের মতো ভাল নয়।”
কিন্তু সময় বদলে গেছে, বাইডেন যখন শির সঙ্গে তিব্বত মালভূমিতে খাবার খেয়েছিলেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে “সম্ভাবনা” বলে এক কথায় বর্ণনা করেছিলেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.