অধ্যক্ষ সিরাজ সহ তিনজনের রিমান্ড

ফেনী প্রতিনিধি: মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যা চেষ্টা মামলায় অধ্যক্ষ সিরাজ উদ-দৌলার সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মামলায় অন্য দুই আসামকে  ৫ দিন করে রিমান্ড মঞ্জুর হয়েছে।
আজ বুধবার দুপুরে ফেনী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সরাফ উদ্দিন আহমেদ এই আদেশ দেন।
সংশ্লিষ্ট সূত্র, বেলা ১২টায় দিকে অধ্যক্ষ সিরাজ উদ-দৌলা, প্রভাষক আবছার উদ্দিন ও মাদরাসা ছাত্র আরিফুল ইসলামকে আদালতে হাজির করা হয়। প্রত্যেকের ৭ দিন করে রিমান্ড চায় পুলিশ। অধ্যক্ষ সিরাজ উদ-দৌলা আগে থেকেই একটি মামলায় জেল হাজতে ছিলেন। অন্য দুজনকে নুসরাতকে আগুনে দগ্ধ করার ঘটনার পরপরই আটক করা হয়।এদিকে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে যোবায়ের নামে এজাহারভুক্ত আরও এক আসামিকে গ্রেপ্তার ও মাদ্রাসা অধ্যক্ষ সিরাজের ভাগ্নি পপিকে আটক করেছে পুলিশ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ফেনী প্রতিনিধি মোঃদেলোয়ার হোসেন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.