অতিরিক্ত পানি পান করায় ১০ হাজার উট গুলি করে হত্যা করছে অস্ট্রেলিয়া

ছবি: সংগৃহীত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: দাবানলের আগুনে পুড়ছে অস্ট্রেলিয়া। দেশটির প্রায় প্রতিটি অঙ্গরাজ্যে দাবানলের আগুনে পুড়ে ছাই বাড়ি-ঘর, বনাঞ্চল, ফসলি জমি। মারা গেছে অন্তত ৫০ কোটি বন্যপ্রাণী। অবস্থায় ১০ হাজার উট গুলি করে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। প্রশাসন জানিয়েছে, অতিরিক্ত পানি পান করায় উট হত্যার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমের খবরে বলা হয়, আজ বুধবার (৮ জানুয়ারী) থেকে উট নিধন প্রক্রিয়া শুরু হয়েছে যা চলবে আগামী পাঁচ দিন। এ কাজ করতে হেলিকপ্টার পাঠিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে অস্ট্রেলীয় প্রশাসনের এই সিদ্ধান্তে নিন্দার ঝড় উঠেছে গোটা বিশ্ব জুড়ে। পরিবেশ প্রেমীরা এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছেন। এর ফলে অস্ট্রেলিয়া আবারও নিজেদের পরিবেশের ভারসাম্য নিজেরা ধ্বংস করবে বলে আশঙ্কা করা হচ্ছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.