অচিরেই সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ : সিইসি

সাভার প্রতিনিধি: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, শিগগিরই বিএনপিসহ সকল রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করা হবে।
আজ শুক্রবার (২০ মে) সকাল ১০টায় সাভার উপজেলা পরিষদের মিলনায়তনে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি।
কাজী হাবিবুল আউয়াল বলেন, “অচিরেই বিএনপিসহ সকল রাজনৈতিক দলগুলোকে সংলাপে বসার আহবান জানাবো। তবে সময় ঠিক করে বলতে পারছিনা, হয়ত ২-১ মাসের মধ্যেই আমরা আলোচনায় বসতে পারি।”
ইভিএম প্রশ্নে তিনি বলেন, ইভিএমের সক্ষমতা কতটুকু দরকার এবং ইভিএম নিয়ে আরও কিছু সভা-সেমিনার করবো। তারপরে আমরা ইভিএম সক্ষমতা বাড়ানোর জন্য চিন্তা করবো।
৩০০ আসনে সক্ষমতা সম্ভব কিনা জানতে চাইলে তিনি বলেন, এখন বলা সম্ভব নয়। নির্বাচন কমিশনকে সর্বোচ্চ স্বাধীনতা দেয়া হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এ আয়োজনের সভাপতিত্ব করেন নির্বাচন কমিশনের সচিব মোঃ হুমায়ুন কবীর খোন্দকার।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলাম, জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার, সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোঃ মনির হোসেন, সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, পৌর মেয়র আলহাজ্ব আব্দুল গণি, সাভারের ইউএনও মাজহারুল ইসলাম ও স্থানীয় জনপ্রতিনিধিরা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সাভার প্রতিনিধি মো. শামিম আহম্মেদ (শামিম) #

Comments are closed, but trackbacks and pingbacks are open.