অগ্নি নির্বাপন ব্যবস্থা গ্রহণের দাবি রাবি ছাত্রদলের

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সহ দেশের সকল বিশ্ববিদ্যালয় গুলোতে অগ্নি নির্বাপন ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

আজ রোববার দুপুরে বিশ্ববিদ্যালয় প্রক্টরের কাছে এ স্মারকলিপি জমা দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান আহমেদ রাহীর নেতৃত্বে ২৫ সদস্যর ছাত্রদলের প্রতিনিধি। সাম্প্রতিক সময়ে দেশে ঘটে যাওয়া অগ্নিকান্ডের কথা উল্লেখ করে তারা দাবি করে বিশ্ববিদ্যালয় এর প্রতিটি আবাসিক হল, একাডেমীক ভবন, অফিস সহ মসজিদ, মন্দির প্রতিটি ভবনে অগ্নি নির্বাপনের পূর্ণ ব্যবস্থা দ্রুত গ্রহণ করতে হবে। এছাড়াও দেশের সকল বিশ্ববিদ্যালয়ে এ কার্যক্রম গ্রহণ করতে সরকারের প্রতি দাবিও জানানো হয়েছে স্মারকলিপিতে।

এ সময় উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুল হাসান, সহ সাংগঠনিক সম্পাদক শফিক আহমেদ, সহ সাংস্কৃতিক সম্পাদক জহুরুল ইসলাম, ছাত্রনেতা মাহমুদুল মিঠু, এসএম আল-আমিন, শামস দীপ্ত, জাকির হোসাইন, আবির হাসান হিমেল সহ ২৫ জন নেতাকর্মী।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রাবি প্রতিনিধি মো: মুজাহিদ হোসেন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.