BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

১৭ বছরে ছাত্রদল প্রকৃত রাজনীতি করতে পারেনি : এ্যানি

১৭ বছরে ছাত্রদল প্রকৃত রাজনীতি করতে পারেনি : এ্যানি

লক্ষ্মীপুর প্রতিনিধি: বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ‘গত ১৭ বছর ছাত্রদল প্রকৃত ছাত্র রাজনীতি গড়ে তুলতে পারেনি। তারা প্রতিনিয়ত ফ্যাসিস্টদের বিরুদ্ধে প্রতিবাদ মুখর ছিল, লড়াই-সংগ্রাম করতে গিয়ে অত্যাচার-নির্যাতন ও গুম খুনের শিকার হয়েছে।

রবিবার (২ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ক্যাম্পাস প্রাঙ্গণে কলেজ ছাত্রদল এ আয়োজন করে।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, শুধু জুলাই আন্দোলনে ছাত্রদলের ১৪২ জন শহীদ হয়েছেন। ১৭ বছরে এ সংখ্যা ১৭ হাজারের কম হবেনা বলে মন্ত্যব্য করেন বিএনপির এই নেতা।

এ্যানি বলেন, ‘ছাত্রদলের ইতিহাস গৌরব ও ঐতিহ্যের ইতিহাস। স্বাধীনতা, গণতন্ত্র ও দেশপ্রেমের চেতনা রয়েছে ছাত্রদলে। সবকিছু মিলে ছাত্রদল শিক্ষার্থীদের জন্য কাজ করতে চায়, যাতে ছাত্রদের মধ্যে শৃঙ্খলা, মেধাবী নেতৃত্ব বেড়ে উঠে ও শিক্ষা-সংস্কৃতি ফুটে উঠে।’

তিনি আরও বলেন, ‘১৯৭৯ সাল থেকে এখন পর্যন্ত একেক সময় একেক নেতৃত্বের মাধ্যমে সারাদেশে সর্ববৃহৎ সংগঠন হিসেবে ছাত্রদল আত্মপ্রকাশ করেছে। এখনো কাজ করে যাচ্ছি, কাজ করে যাবো। দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে ৯ বছর স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন করেছে ছাত্রদল। সে সময় সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রসংসদ নির্বাচনে এককভাবে ছাত্রদল মেধাবী শিক্ষার্থীদের সমর্থন নিয়ে বিজয়ী হয়েছে। কিন্তু এই যুগের সঙ্গে বর্তমানে তাল মিলিয়ে ছাত্রদলকে নতুনভাবে চালাতে হবে, চলতে হবে। আইটির যুগে বিজ্ঞানের যুগে, স্যোসাল মিডিয়ায় শিক্ষার্থীরা কি দেখতে চায়, এ তথ্যগুলো তাদের মাঝে দ্রুত পৌঁছে দিতে হবে। কেন্দ্র থেকে শুরু করে প্রত্যেকটি ইউনিটে এটা নৈতিক কাজ হয়ে দাড়িয়েছে।’

এ সময় কলেজ ছাত্রদলের আহ্বায়ক মেহেরাব হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান ও বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিত, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, কফিল উদ্দিন কলেজের সদস্য সচিব আজিম হোসাইন হারুন ও যুগ্ম আহ্বায়ক রিংকু পাটওয়ারীসহ অনেকে। পরে প্রধান অতিথি সাধারণ শিক্ষার্থীদের জন্য জিয়াউর রহমান, খালেদা জিয়ার রাজনৈতিক জীবনীসহ ১১টি বই উপহার দেন। নবীন শিক্ষার্থীদের ফুল ও শিক্ষা সামগ্রী দিয়ে বরণ করে নেন ছাত্রদলের নেতা-কর্মীরা।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লক্ষ্মীপুর প্রতিনিধি মো. আসলাম সরকার আসলাম। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ