হিলি সীমান্তে ফেনসিডিল ও বহনকারী দুইটি মোটরসাইকেল সহ আটক-৩

জয়পুরহাট প্রতিনিধি: হিলি সীমান্তে অভিযান চালিয়ে ফেনসিডিল ও বহনকারী দুইটি মোটরসাইকেলসহ ৩ জনকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। আজ শনিবার (০৫ সেপ্টেম্বর) সকালে সীমান্তের বোয়ালদাড় বানিয়াল গ্রামের পাকা রাস্তার উপর থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা: হাকিমপুর (হিলি) উপজেলার কলন্দপুর গ্রামের রহমত আলির ছেলে নুরনবী (৩০), হাতিশাউ গ্রামের সাদেক মণ্ডলের ছেলে আহসান হাবিব (৩৬) ও কলন্দপুর গ্রামের কাদের মণ্ডলের ছেলে আনিছুর রহমান (৩২)।

জয়পুরহাট ২০ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল ফেরদৌস রহমান টিটো বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, আজ শনিবার (০৫ সেপ্টেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে হিলি বাসুদেবপুর ক্যাম্পের নায়েব সুবেদার আলমগীর হোসেনের নেতৃত্বে নায়ক সাইফুল ইসলামসহ বিজিবি সদস্যদের নিয়ে বোয়ালদাড় ইউনিয়নের বানিয়াল গ্রামের পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে।

এ সময় অভিযান চালিয়ে দুইটি মোটরসাইকেলে ১৯৬ বোতল ফেনসিডিলসহ নুরনবী, আহসান হাবিব ও আনিছুরকে হাতেনাতে আটক করে।

আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে হাকিমপুর থানায় সোপর্দ করা হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জয়পুরহাট প্রতিনিধি মো. আসলাম হোসেন#

Comments are closed, but trackbacks and pingbacks are open.