আইন-আদালতঢাকাব্রেকিং নিউজ সালথায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার By বার্তা কক্ষ On সেপ্টে. ১৮, ২০২২ Share ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সালথায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আক্কাস শিকদার (৩৪) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। আজ রবিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। আক্কাস শিকদার উপজেলার আটঘর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের মো. খোরশেদ শিকদারের ছেলে। সালথা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রবিন মজুমদার বলেন, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আক্কাস শিকদারকে শনিবার দিনগত রাতে নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়। আজ রবিবার (১৮ সেপ্টেম্বর) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ফরিদপুর প্রতিনিধি মো. নাসির উদ্দিন নাসির। # Share FacebookTwitterGoogle+ReddItWhatsAppPinterestEmail
Comments are closed, but trackbacks and pingbacks are open.