ঢাকা প্রতিনিধি: ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার ক্ষমতা থেকে নামতে বাধ্য হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান।
তিনি বলেন, আন্দোলনের অনেক বাঁক থাকে। প্রথম বাঁকে আমরা নির্বাচন বর্জনের ডাক দিয়েছিলাম, সেখানে সফল হয়েছি। এখন আন্দোলনে নতুন মাত্রা সৃষ্টি করে সরকারকে ক্ষমতা থেকে নামতে বাধ্য করা হবে। রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি একথা বলেন।
সেলিমা রহমান আরও বলেন, ‘বিএনপি ফিনিক্স পাখির মতো, যতই নির্যাতন করা হবে ততই জেগে উঠবে। সরকার বিএনপিকে ভয় পায় বলেই এখনো নেতাকর্মীদের মুক্তি দিচ্ছে না। এছাড়া জনগণের ভোটে নয়, পার্শ্ববর্তী দেশের সহায়তায় সরকার ক্ষমতায় আছে।
তিনি বলেন, এ সরকারের কোনো ভিত্তি নেই। তারা অবৈধভাবে জনগণের অধিকার নষ্ট করে ক্ষমতায় বসেছে। ক্ষমতায় বসে তারা একনায়কতন্ত্র শাসন প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। তারা আইন ব্যবস্থা ধ্বংস করে দিয়ে, নিজেদের খেয়াল খুশিমতো বিচার ব্যবস্থা পরিচালনা করছে।
বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেন, উন্নয়নের নামে এ সরকার যা করছে, তা সবই প্রহসন। একতরফা লোক দেখানো উন্নয়নের নামে ব্যাংক খালি করে ফেলেছে। গত সপ্তাহে জানলাম বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ১৪ বিলিয়নে নেমে এসেছে। শেখ হাসিনা বলেছিলেন, মার্চে একটি দুর্ভিক্ষ হবে। সেই দুর্ভিক্ষই আসতে চলেছে। এতকিছুর পরেও সরকারের টনক নড়ে না।’
সভায় বক্তব্য দেন জিয়া প্রজন্ম দলের চেয়ারম্যান অ্যাডভোকেট পারভিন কাউসার মুন্নি, মহাসচিব মো. সারোয়ার হোসেন রুবেল, বাংলাদেশ জাতীয়তাবাদ তাঁতী দল আহ্বায়ক আবুল কালাম আজাদ, সদস্য সচিব হাজী মুজিবুর রহমান প্রমুখ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো: মাসুদ রানা খন্দকার। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.