চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগার পর মহাসড়কে উল্টে গেছে। এ সময় বাসটির সাত যাত্রী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার চুনতির জাঙ্গালিয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, যাত্রীবাহী বাসটি কক্সবাজার থেকে কুষ্টিয়ায় যাচ্ছিল। পথে লোহাগাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে বাসটির। এরপর বাসটি মহাসড়কে উল্টে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান পরিচালনা করে। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় সাতজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
ফায়ার সার্ভিসের লোহাগাড়া স্টেশনের কর্মকর্তা আজাদুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, দুর্ঘটনার পর আহত ব্যক্তিদের উদ্ধার করে ফায়ার সার্ভিস। দুর্ঘটনার কারণে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চট্টগ্রাম প্রতিনিধি মো. মোতাহার আলী। #