রাস্তার কার্পেটিং কাজ পরিদর্শনে রাসিক মেয়র লিটন

রাসিক প্রতিবেদক: রাজশাহী সিটি কর্পোরেশনের ৩ নং ওয়ার্ডের রাস্তার কার্পেটিং কাজ পরিদর্শন করেছেন সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। আজ রোববার দুপুরে কার্পেটিং কাজ পরিদর্শন করেন তিনি।

জানা গেছে, মহানগরীর ৩ নং ওয়ার্ডের নিমতলা মোড় বাবুর বাড়ির সামনে থেকে স্থানীয় ফজলের বাড়ির সামনে পর্যন্ত ৫০০মিটার পর্যন্ত রাস্তার কার্পেটিং কাজ সকাল থেকে শুরু হয়েছে। দুপুরে কাজ পরিদর্শনে যান মেয়র খায়রুজ্জামান লিটন। এ সময় তিনি কাজের মান ও অগ্রগতির বিষয়ে খোঁজখবর নেন।

এ সময় ঠিকাদারী প্রতিষ্ঠান মীর আখতার হোসেন লিমিটেড এর প্রজেক্ট ম্যানেজার আফজাল হোসেন, রাজশাহী সিটি কর্পোরেশনের সহকারী প্রকৌশলী সৈয়দ আহমেদ সানী, উপ-সহকারী প্রকৌশলী রাকিবুল ইসলাম হিমেল প্রমুখ।#( প্রেস বিজ্ঞপ্তি ) #

Comments are closed, but trackbacks and pingbacks are open.