রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মঙ্গলবার (১ নভেম্বর) সাড়ম্বরে জাতীয় যুব দিবস পালিত হয়। এ উপলক্ষে এদিন সকালে উপজেলা প্রশাসন ও ইএসডিও’র সহযোগিতায় পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
পরে উপজেলা হলরুমে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে এক আলোচনা, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য সেলিনা জাহান লিটা। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, সহকারী কমিশনার (ভূমি)ইন্দ্রজিৎ সাহা ও বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তা,যুব প্রশিক্ষণার্থি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্য দেন- যুব উন্নয়ন কর্মকর্তা আনোয়ার হোসেন। আরো বক্তব্য দেন- সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা মাজহারুল ইসলাম ও আবু সুফিয়ান। পরে যুব প্রশিক্ষণার্থিদের মাঝে বিতর্ক প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Comments are closed, but trackbacks and pingbacks are open.