রাজশাহীতে জাল আট লাখ টাকা ও সরঞ্জামসহ ৪ যুবক গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে জাল টাকা চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে জাল আট লাখ টাকা উদ্ধার করা হয়েছে । চক্রটি এক লাখ জাল টাকা ১০ হাজার টাকায় বিক্রি করতো। টাকা গুলোর অধিকাংশই মাদকদ্রব্য কেনা বেচায় ব্যবহার হতো বলে জানিয়ে গ্রেপ্তারকৃতরা। আজ বুধবার বেলা ১১টার দিকে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন, রাজশাহীর কাটাখালী পৌরসভার শ্যামপুর পশ্চিমপাড়ার সামাউন আলীর ছেলে জনি হাসান (২৪), মাসুদ রানার ছেলে জনি আলী (২৬), পবার হরিয়ান পশ্চিমপাড়ার রেজাউল করিমের ছেলে সুমন রানা (২৭) ও গোদাগাড়ীর ফুলবাড়ীর নুরুল ইসলামের ছেলে ইনসান মিয়া (২২)।
রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আবু আহাম্মদ আল-মামুন বিটিসি নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার রাতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। পরে তাদের দেওয়া তথ্যে সুমনের বাড়ি থেকে জাল টাকা তৈরি সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় একটি ল্যাপটপ, একটি প্রিন্টার ও জাল টাকা তৈরি কাজ উদ্ধার করে পুলিশ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি আমানুল্লাহ আমান।#
Comments are closed, but trackbacks and pingbacks are open.