মেয়াদোত্তীর্ণ চা বাজারজাত করছিলো টেটলি এসিআই : জরিমানা ১৭ লক্ষ টাকা
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কোনাবাড়িতে মেয়াদোত্তীর্ণ চা প্যাকেটজাত করে বাজারজাত করার দায়ে টেটলি এসিআই বাংলাদেশ লিমিটেডকে ১৭ লক্ষ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
আজ রবিবার (০৪ অক্টোবর) দুপুর থেকে এ অভিযান চালান র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম।
র্যাব-১ এর কোম্পানী কমান্ডার আব্দুল্লাহ আল মামুন বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, টেটলি এসিআই লিমিটেড কারখানায় টাটা টি ব্র্যান্ডের চায়ের উৎপাদন মেয়াদ নিজেরা বাড়িয়ে প্যাকেজিং ও বাজারজাত করে আসছিলো। বিষয়টি জানতে পেরে আজ রবিবার (০৪ অক্টোবর) দুপুরে র্যাবের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
খবরের সত্যতা পাওয়ায় র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম কারখানা কর্তৃপক্ষকে ১৭ লক্ষ টাকা জরিমানা করেন। এ সময় র্যাব-১ কর্মকর্তরাসহ ঔষধ প্রশাসনের কর্মকর্তরা উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাজীপুর প্রতিনিধি মো. সাইফুল ইসলাম সাইফুল। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.