বিমান বাহিনীতে নিয়োগ
নিয়োগ বিজ্ঞপ্তি: বাংলাদেশ বিমান বাহিনী শুধুমাত্র নন–টেকনিক্যাল ট্রেডে বিমান সেনা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদটিতে শুধুমাত্র বাংলাদেশী পুরুষ নাগরিকরা আবেদন করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা:
কমপক্ষে এসএসসি পাস। নুন্যতম জিপিএ ৩.৫ থাকতে হবে।
নির্বাচনি পরীক্ষার বিষয় সমূহ:
আইকিউ, ইংরেজী, সাধারণ জ্ঞান এবং স্বাস্থ্যগত ও মৌখিক পরীক্ষা।
আবদেন পত্র সংগ্রহের স্থান:
বাংলাদেশ বিমানবাহিনীর সকল ঘাঁটি ও ইউনিটসমূহ।
বাংলাদেশ বিমানবাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্র, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা।
অনলাইনে আবেদনের নিয়মাবলী: অনলাইন পদ্ধতিতে www.joinbangladeshairforce.mil.bd –তে লগইন করে অথবা JoinBAF অ্যান্ড্রয়েড অ্যাপ–এ Apply Now ট্যাবে ক্লিক করে আবেদন করতে পারবেন। বিস্তারিত বিজ্ঞপ্তি দেখুন।
Comments are closed, but trackbacks and pingbacks are open.