বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রাজশাহী রেঞ্জ, রাজশাহীর আয়োজনে সোমবার উপজেলা সদর ভবানীগঞ্জ পরিষদ হলরুমে দিনব্যাপী মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার এ এফ এম আবু সুফিয়ানের সভাপতিত্বে ও উপজেলা আনসার বাহিনীর প্রশিক্ষক মোস্তাফিজুর রহমানের পরিচালনায় স্বাগত বক্তব্য দেন, উপজেলা আনসার বাহিনীর কর্মকর্তা কামরুল হাসান।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রাজশাহী রেঞ্জ, রাজশাহীর উপ-পরিচালক কামরুন নাহার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট রাকিবুল ইসলাম, ১৯ আনসার ব্যাটেলিয়ান নওহাটা পবা রাজশাহীর সহকারী পরিচালক আব্দুল আহাদ।
এ সময় উপজেলা আনসার বাহিনীর প্রশিক্ষিকা নার্গিস আখতার, উপজেলা কোম্পানী কমান্ডার মামুনুর রশিদসহ ১৬টি ইউনিয়নও ২টি পৌরসভার কমান্ডার বৃন্দ উপস্থিত ছিলেন। মেডিকেল ক্যাম্পেইনে ৪জন এম,বিবি,এস ডাক্তারসহ ১২জন মেডিকেল টিম প্রায় চার শতাধীক আনসার ও তার পরিবারের সদস্যদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবাসহ বিভিন্ন রোগের ঔষুধ বিতরণ করা হয়।
Comments are closed, but trackbacks and pingbacks are open.