কলকাতা (ভারত) প্রতিনিধি: ভারত বিরোধী ভুয়ো খবর এবং অন্যান্য তথ্য সম্প্রচারের জন্য ৩৫টি ইউটিউব চ্যানেল সহ প্রায় ছয়টি সোস্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্লক করল কেন্দ্রীয় সরকার। পাকিস্তান থেকে এগুলো পরিচালিত হতো বলে সূত্রের খবর।
শুক্রবার তথ্য ও সম্প্রচার মন্ত্রকের যুগ্ম সচিব শ্রী বিক্রম সহায় এক বিবৃতিতে একথা জানিয়েছেন।
তিনি আরও বলেন, গোয়েন্দাদের কাছ থেকে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই এই সিদ্ধান্ত। ভবিষ্যতে কোন প্রতিষ্ঠান বা ব্যক্তি এই চ্যানেলগুলো অ্যাক্টিভ করতে পারবে না। এর মধ্যে আছে দুটো ট্যুইটার,দুটি ইনস্টাগ্রাম,ও ফেসবুক অ্যাকাউন্ট।
এই চ্যানেল গুলোর মিলিত সাবস্ক্রাইবার ১ কোটি ২০ লক্ষ এবং ভিউয়ার প্রায় ১৩০ কোটির বেশী।
মন্ত্রক এই সংক্রান্ত চ্যানেলগুলোতে তীব্র দৃস্টি রাখছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.