নির্বাচনী সহিংসতা-গ্রেপ্তারে জাতিসংঘের উদ্বেগ

বিটিসি নিউজ ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশের বিভিন্ন স্থানে নির্বাচনী সহিংসতা ও বিরোধী দলীয় প্রার্থীদের গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্তেফান দুজারিক গতকাল শুক্রবার তার নিয়মিত ব্রিফিংয়ে একথা বলেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা এর আগেও বলেছি, বাংলাদেশে যা ঘটছে তা গভীরভাবে পর্যবেক্ষণ করছে জাতিসংঘ। বাংলাদেশে যে নির্বাচনী সহিংসতার ঘটনা ঘটছে এবং বিরোধীদলের প্রার্থী ও সমর্থকদের গ্রেপ্তার করা হচ্ছে তা উদ্বেগজনক।’

দুজারিক বলেন, ‘নির্বাচন অংশগ্রহণমূলক করতে এবং স্বচ্ছতা নিশ্চিত করতে আমরা সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্ব পালন করার আহ্বান জানাচ্ছি। সব প্রার্থীর অবাধ ও স্বাধীন নির্বাচনী প্রচারণা নিশ্চিত করতে নিরাপত্তা বাহিনীর দায়িত্ব এক্ষেত্রে অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ।’

এজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র।

তিনি বলেন, ‘সরকারের দায়িত্ব হচ্ছে- বাংলাদেশের নাগরিকরা যাতে এই বিশ্বাস রাখতে পারে যে তারা নিরাপদে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, এটা নিশ্চিত করা। আইনশৃঙ্খলা বাহিনীকেও এটা নিশ্চিত করতে হবে।’

সুশীল সমাজ এবং নির্বাচনী পর্যবেক্ষকদেরকেও এ প্রক্রিয়ায় নিজেদের ভূমিকা পালনে সংশ্লিষ্টদের সম্পূর্ণ সমর্থন দিতে হবে বলে মন্তব্য করেন তিনি।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.