নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায় ৪৮০০লিটার পামওয়েল তেল জব্দ করে পূর্বের দাম অনুযায়ী ১৩৩ টাকা দরে বিক্রি করা হয়েছে। রোববার বিকেলে সিংড়া পৌরসভার তেমুক নওগাঁ বাজারের বিমল চন্দ্র সাহার গোডাউনে অভিযান চালিয়ে ৪৮০০লিটার পামওয়েল তেল জব্দ করে ভোক্তা অধিকার সংরক্ষণ সহকারী পরিচালক তানভীর আহমেদ।
এ সময় সিংড়া উপজেলা নিবাহী অফিসার সামিরুল ইসলাম উপস্থিত ছিলেন। সিংড়া বাজারে অতিরিক্ত দামে খোলা তেল বিক্রি করায় বিমল সাহা ষ্টোরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত ৪৮০০লিটার তেল পূর্বের দাম অনুযায়ী ১৩৩ টাকা দরে সাধারণ জনগণের মধ্যে বিক্রি করা হয়।
সিংড়া উপজেলা নিবাহী অফিসার সামিরুল ইসলাম এ ঘটনার সত্যতা বিটিসি নিউজকে নিশ্চিত করেছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.