কলকাতা (ভারত) প্রতিনিধি: দক্ষিণ কলকাতার গড়িয়াহাট মোড়ের ফুটপাত থেকে শুরু করে শো-রুম গুলোতে দেদার বিকোচ্ছে ‘খেলাহবে ‘ লোগো দেওয়া গলার নেকলেস থেকে টি-শার্ট ইত্যাদি।
ফ্যাশন ডিজাইনার অভিষেক রায়ের কথায়,জনপ্রিয় জিনিসকে সবসময় সংস্কৃতির আঙিনায় তুলে ধরা হয়।সত্যজিত রায়ের পেন্টিং হোক বা সিনেমার সংলাপ-সবই উঠে আসে ফ্যাশনে।
চলচ্চিত্র তারকাদের ছবি দেওয়া টিশার্ট পরে বের হন ফ্যানরা। খেলা হবে স্লোগান সেই তালিকায় নতুন সংযোজন। শাড়ি,জামা,টিশার্ট,জুয়েলারিতেও উঠে আসছে এই স্লোগান। মানুষ একে গ্রহণ করেছে।
শুধু তাই নয় অনেক সময় আমরা দেখতে পাই কোন প্রিয় দল খেলছে,তাঁদের জামা,জার্সির অনুকরণ আমাদের মধ্যে চলে আসে। তাঁদের জার্সির নম্বরেও টিশার্ট পরতে দেখা যায় বা বাজারে কিনতে পাওয়া যায় এমনকি খাদ্যপন্যেও তাঁদের বিজ্ঞান তথা রঙ বা স্টাইলের অনুকরণ লক্ষ্য করা যায়।
‘খেলা হবে’ এমনই এক স্লোগান পশ্চিমবঙ্গ ছাড়িয়ে উত্তর প্রদেশের অখিলেশ যাদব তথা অনেক রাজ্যের নেতারা অনুকরণ করছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.