সংসদে কৃষি বিল প্রত্যাহার

কলকাতা (ভারত) প্রতিনিধি: আজ সোমবার (২৯ নভেম্বর) শুরু হয়েছে সংসদে শীত কালীন অধিবেশন। অধিবেশনের শুরুতেই ধ্বনি ভোটে তিন কৃষি বিল প্রত্যাহার আইন পাশ হয়ে যায়। সরকার পক্ষ থেকে প্রস্তাব প্রত্যাহার পেশ হতেই সদস্যরা টেবিল চাপরে তাকে সমর্থন করেন।
কিন্তু কেন কোনও প্রকার আলোচনা ছাড়াই বিল পাশ হলো এই ইস্যুতে সংসদে চলছে তুমুল উত্তেজনা ও চেঁচামেচি। কংগ্রেস থেকে শুরু করে সব বিরোধি দল গুলি বাদানুবাদে জড়ালে স্পিকার আপাতত সংসদ মুলতুবি করে দেয় বলে লোকসভার প্রেস সূত্রে জানা যাচ্ছে। পুনরায় কখন অধিবেশন বসবে এখনও নির্দিষ্ট কিছু বলা যাচ্ছে না।
এদিকে তৃণমূল সহ কয়েকটি দল ইতিমধ্যেই সংসদের গান্ধী মূর্তির পাদদেশে ধর্ণায় বসেছে। কেন কৃষি বিল সম্বন্ধে আলোচনা করতে দেওয়া হলো না কংগ্রেসের অধীর চৌধুরী সহ অনেক সদস্য সংসদে তুমুল বিক্ষোভ জুড়ে দিয়েছেন। পরিস্থিতি শান্ত করতে আপাতত অধ্যক্ষ শ্রী ওম বিড়লা সংসদ মুলতুবি করে দেন।
আজ কৃষকদের সংসদ অভিযান প্রত্যাহার করা হয়েছে। বিল প্রত্যাহার প্রক্রিয়া চলছে বলে সংবাদ সংস্থা মারফত খবর।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.