তানোর স্বাস্থ্য কমপ্লেক্স কোয়ার্টারের গ্রিল কেটে দুর্ধর্ষ চুরি : মালামাল উদ্ধার, গ্রেফতার-৪

বিশেষ প্রতিনিধি: থানায় দায়েরকৃত মামলা নং-২ এর তথ্য অনুসারে রাজশাহী জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, বিপিএম (বার) ও অতিঃ পুলিশ সুপার মোঃ মাহমুদুল হাসান, মোঃ মতিউর রহমান সিদ্দিকি দ্বয়ের সঠিক দিক নির্দেশনা মোতাবেক গত শনিবার (০৩ অক্টোবর) ২০২০ ইং রাতে ১টি অভিযান পরিচালনা করা হয়।
অভিযানটিতে সার্বিকভাবে নেতৃত্বদেন তানোর থানার সুযোগ্য অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাকিবুল হাসান, এতে অংশ নেন এসআই (নিঃ) মুহাঃ আসাদুজ্জামান, তানোর থানা, রাজশাহী সঙ্গীয় অফিসার এএসআই (নিঃ) মোঃ ইউনুস আলী মোল্লা, এএসআই (নিঃ) মোঃ ফারুক হোসেন, এএসআই (নিঃ) মোঃ হেলাল উদ্দিন, এএসআই (নিঃ) চন্দন কুমারসহ থানা পুলিশের একদল চৌকস ফোর্স।
তারা থানা পুলিশের পক্ষ থেকে যৌথভাবে রাজশাহীর তানোর পৌর এলাকায় অভিযান চালিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোয়ার্টারের গ্রিল কেটে চুরি হওয়ার ঘটনায় ০৪ জনকে গ্রেফতার করেন। অতঃপর অভিযান চলাকালীন সময় পুলিশ গ্রেফতারকৃত আসামীদের কাছে থেকে চুরি যাওয়া যথাক্রমে, (ক) ০১ টি DELL কোর আই-7 ল্যাপটপ, (খ) ০১ টি VIVO Y15 মডেলের মোবাইল ফোন, (গ) ১টি Nokia110 বাটন মোবাইল ফোন, (ঘ) ০১টি Sony led 19 ইঞ্চি মনিটর, (ঘ) একসেট Micromax সাউন্ড বক্স উদ্ধার করতে সক্ষম হন।
পুলিশের অভিযানে গ্রেফতারকৃত আসামীরা হলো, ১। মোঃ আশরাফুল (২১), পিতা- মোঃ মনছুর মন্ডল, ২। মোঃ ফজলু আলী (৩১), পিতা- মোঃ সৈয়দ আলী মন্ডল সাং- আমশো (তাতিয়াল পাড়া), ৩। মোঃ আলম সরদার (৩৭), পিতা- মৃত পরান সরদার সাং- গুবিরপাড়া, ৪। মোঃ হুসেন আলী মন্ডল (৩৬), পিতা- মোঃ আঃ করিম, সাং- ধানতৈড় (পশ্চিমপাড়া) সর্বথানা- তানোর জেলা- রাজশাহী।
এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাকিবুল হাসান বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, গত শনিবার (০৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যক্ষা ও ষ্টি বিভাগের সহকারী মাহাবুব আলমের সরকারি কোয়ার্টারের জানালার গ্রিল কেটে মালামাল চুরি করা হয়। ওই ব্যাপারে রাতেই তানোর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।
ওসি আরও জানান, অভিযোগের প্রেক্ষিতে আমাদের শ্রাদ্ধীয় রাজশাহী জেলার পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, বিপিএম (বার) স্যারসহ অন্যান্য সিনিয়র স্যারদের সঠিক পরামর্শের ভিত্তিতে রাতেই পুলিশের একটি চৌকস দল নিয়ে অভিযান পরিচালনার মাধ্যমে চারজনকে আটক করতে সক্ষম হয়েছি। এরপরে তাদের কাছ থেকে চুরি হওয়া উল্লেখিত মালামাল গুলো উদ্ধার হয়। আসামীদের গ্রেফতার পূবর্ক প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গতকাল রবিবার বিধি মোতাবেক পুলিশ হেফাজতে বিজ্ঞ অদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি রুহুল আমীন খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.