বিটিসি স্পোর্টস ডেস্ক: নতুন রোনালদো খ্যাত স্ট্রাইকার ভিটর রকির সঙ্গে চুক্তি করেছে বার্সেলোনা। শীতকালীন দলবদলের মৌসুমে তার কাতালান শিবিরে যোগ দেওয়ার কথা। বিষয়টি নিয়ে দুই পক্ষ আলোচনাও করছিল। কিন্তু বিষয়টি নিয়ে পরিষ্কার কোন ঘোষণা আসছিল না।
এবার রকির ব্রাজিলিয়ান ক্লাব অ্যাথলেটিকো পারানায়েন্সে জানিয়েছে, টাইগ্রিনহো ডাক নাম পাওয়া রকি শীতকালীন দলবদলের মৌসুমে অর্থাৎ জানুয়ারিতে ইউরোপে নিজের ক্যারিয়ার শুরু করতে যাচ্ছে। পারানায়েন্সের জার্সিতে রকি শেষবার মাঠে নামতে যাচ্ছে বলে উল্লেখ করেছে ক্লাবটি।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) অ্যাথলেটিকো পারানায়েন্সে কর্তৃপক্ষ লিখেছে, ‘অ্যাথলেটিকো ভক্তদের সঙ্গে শেষবার দেখা। ইউরোপের উদ্দেশ্যে পাড়ি জমানোর আগে সান্তোসের বিপক্ষে ম্যাচটি হবে রকির লিগা অ্যারেনায় শেষ ম্যাচ।’
এর আগে স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা জানিয়েছিল, রকির ক্যাম্প ন্যুতে যোগ দেওয়ার বিষয়ে বার্সেলোনা ও পারানায়েন্সে কর্তৃপক্ষ বৈঠক বসেছে। লা লিগা কর্তৃপক্ষের অনুমতি পেলেই রকির বার্সায় যোগ দেওয়ার ঘোষণা দিতে চেয়েছিল তারা। তবে পারানায়েন্সের টুইটের অর্থ হলো, এরই মধ্যে লা লিগার সবুজ সংকেত পেয়ে গেছে বার্সা।
তরুণ ব্রাজিলিয়ান স্ট্রাইকার রকির সঙ্গে বার্সেলোনা সাত বছরের চুক্তি করেছে। রকি বার্সায় যোগ দেওয়ার আগে ব্রাজিলিয়ান লিগে মৌসুমে ২১ গোল করেছেন। এর মধ্যে প্রায় ২ মাস গোড়ালির ইনজুরির কারণে খেলতে পারেননি তিনি। ব্রাজিলিয়ান সিরি আ’তে দারুণ মৌসুম কাটানোয় ক্যাম্প ন্যুতে আত্মবিশ্বাসী নিয়েই পা দেবেন রকি। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.