BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

জামালপুরে সড়ক দুর্ঘটনায় নারীসহ ৫ জন নিহত, শিশুসহ আহত ৩

জামালপুরে সড়ক দুর্ঘটনায় নারীসহ ৫ জন নিহত, শিশুসহ আহত ৩

জামালপুর প্রতিনিধি: জামালপুরে সড়ক দুর্ঘটনায় দুই নারীসহ ৫ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় এক শিশুসহ গুরুতর আহত হয়েছে ৩ জন। সোমবার (২৭ অক্টোবর) দুপুরে জামালপুর সদর উপজেলার জামালপুর অর্থনৈতিক অঞ্চলের সামনে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- সরিষাবাড়ী উপজেলার সানাকৈর এলাকার হায়দার আলীর ছেলে রাশেদ (৩০), একই উপজেলার উচ্চগ্রাম এলাকার শরিফ আহমেদের স্ত্রী আরিফা আক্তার পলি (২৮), জামালপুর সদর উপজেলার নারায়ণপুর এলাকার মৃত ময়েজ উদ্দিনের ছেলে চান মিয়া (৬২) জামালপুর সদর উপজেলার কাষ্টসিংগা গ্রামের অটোরিক্সার চালক জাহাঙ্গীর আলম (৪০)ও অজ্ঞাত এক নারী।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে জামালপুর থেকে দিগপাইতগামী কাভার্ট ভ্যানের সাথে জামালপুরগামী ব্যাটারিচালিত একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রাশেদ নামে এক যাত্রীর  মৃত্যু হয়। স্থানীয়রা গুরুত্বর আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে আরিফা আক্তার পলিসহ অপর এক অজ্ঞাত নারীকে মৃত ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক।

পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চান মিয়া নামে আরও একজনের মৃত্যু হয়। এদিকে অবস্থা গুরুত্বর হওয়ায় আহত এক শিশুসহ ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আহতরা হলো- দুর্ঘটনায় নিহত সরিষাবাড়ী উপজেলার উচ্চগ্রাম এলাকার আরিফা আক্তার পলির ছেলে আরশ (৭), দিগপাইত এলাকার সাদিকা আক্তার (২৫) ও নারায়ণপুর এলাকার সন্ধ্যা বেগম (৫০)।

জামালপুর সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বিটিসি নিউজকে জানান, কাভার্ট ভ্যানের সাথে অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ৪ জনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে একজন নিহত হয়েছে, হাসপাতালে নেয়ার পথে দুই নারী ও চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর ঘাতক কাভার্ট ভ্যানটি দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা দিগপাইত এলাকায় ঘাতক কাভার্ট ভ্যানটিকে আটক করে, কিন্তু চালক পালিয়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে, ঘাতক কাভার্ট ভ্যানটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জামালপুর প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

 

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ঐকমত্য কমিশন ‘নোট অব ডিসেন্ট’ বাদ দিয়েছে, এটা প্রতারণা : মির্জা ফখরুল রাজশাহী’র গোদাগাড়ী সীমান্ত হতে জাটকা ইলিশসহ কারেন্ট জাল আটক রাজশাহীতে উদীচীর ৫৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের উন্নয়নে কৃষির প্রতি মনোযোগ দিয়েছিলেন : মিলন মোরেলগঞ্জে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ চীনের সঙ্গে আসিয়ান জোটের বাণিজ্য চুক্তি কী বার্তা দিল যুক্তরাষ্ট্রকে তেলাপিয়া মাছ খেলে কি সত্যিই বিপদ? সংস্কার কমিশনের প্রতিবেদন বই আকারে প্রকাশে প্রধান উপদেষ্টার আহ্বান সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সুরক্ষা বলয় নিশ্চিত করেছে সরকার : ধর্ম উপদেষ্টা নির্বাচন নাকি জুলাই সনদ কোনটি বেশি জরুরি, জানালেন তাহের