জাতীয় পার্টির মনোনয়ন ফরম কিনলেন এরশাদ
ঢাকা প্রতিনিধি: আজ রোববার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জাতীয় পার্টির মনোনয়ন ফরম বিতরণের কার্যক্রমের উদ্বোধন করেছেন দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তার নিজের জন্য ফরম নিয়ে এ কার্যক্রমের শুরু হয়।
আজ ১১ নভেম্বর রোববার সকালে গুলশানের একটি কমিউনিটি সেন্টারে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। দলীয় প্রধানের পরপরই মনোনয়ন ফরম গ্রহণ করেন দলের সিনিয়র কো চেয়ারম্যান রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারসহ দলের সিনিয়র নেতৃবৃন্দ।
মনোনয়ন ফরম কিনতে সকাল থেকে উৎসব মুখর পরিবেশে অপেক্ষা লাঙ্গল প্রতীক নিয়ে অপেক্ষা করছেন দলের নেতাকর্মীরা। আগামী ১২ ও ১৩ নভেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম বিতরণ করবে জাতীয় পার্টি। ১৪ নভেম্বর থেকে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিবেন দলের চেয়ারম্যান। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.