চায়না বিশ্ববিদ্যালয়ের সাথে বিকেএসপির সমঝোতা চুক্তি

প্রেস বিজ্ঞপ্তি: আজ সকালে বিকেএসপিতে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান ও চীনের ইউনানমিনজু ইউনিভার্সিটি (ওয়াইএমইউ) এর মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়।
বিকেএসপির পক্ষে প্রতিষ্ঠানের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো: মোতাহের হোসেন এবং চীনের ইউনানমিনজু ইউনিভার্সিটির পক্ষে ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ড. শাও ওয়েকুইং (Prof. Dr. Show Weiqing) সমঝোতা চুক্তি করেন।
সমঝোতা চুক্তি অনুষ্ঠানে ইউনানমিনজু ইউনিভার্সিটির পক্ষে আরও উপস্থিত ছিলেন স্কুল অবলিটেরেচার এ্যান্ড মিডিয়া স্টাডিজ এর ডিন ওয়াংগুক্সো, বিশ্ববিদ্যালয়ের অফিস অব ইন্টারন্যাশনাল একচেঞ্জ এ্যান্ড কোঅপারেশনের ডাইরেক্টোর লিউচ্যাং, বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ফিজিক্যাল এডুকেশনের ভাইস ডিন হুইয়াঙ্গু, বিশ্ববিদ্যালয়ের স্কুল অব দ্য ইন্টারন্যাশনাল এডুকেশনের ভাইস ডিন ইয়ানবিং এবং ডিপার্টমেন্ট অব ব্যাঙ্গলি ল্যাঙ্গুয়েজ এর ফ্যাকাল্টিজা ওরুইহং।
বিকেএসপির পক্ষে ছিলেন পরিচালক (প্রশিক্ষণ) কর্নেল মো: মিজানুর রহমান ও অধ্যক্ষলে. কর্নেল মহাম্মদ ইকবাল হাসান অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা গণ। সমঝোতা চুক্তিতে নিম্নোক্ত বিষয় গুলো প্রাধান্য পেয়েছে-
ক. ওয়াই এম ইউ বিকেএসপিতে “বাংলাদেশ-চীন তাইচি সেন্টার” প্রতিষ্ঠা করবে
খ. বিকেএসপি ওয়াই এম ইউতে “বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ ক্রিকেট সেন্টার” প্রতিষ্ঠা করবে
গ. ওয়াই এম ইউ এবং বিকেএসপি যৌথ ভাবে “বাংলাদেশ-চীন ইয়ুথ ক্যাম্প” সাংস্কৃতিক বিনিময় অনুষ্ঠান চালু করবে
ঘ. দুই প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষক/ প্রশিক্ষক বিনিময়
ঙ. উভয় অনুষদ এবং ছাত্রদের জন্য স্কলার শিপ প্রদান করবে
চ. ছাত্রদের জন্য যৌথ উন্নয়ন এবং বিনিময়;
ছ. গবেষণা উপকরণ, প্রকাশনা, প্রতিবেদন এবং অন্যান্য একাডেমিক তথ্য বিনিময়;
জ. যৌথ গবেষণা প্রকল্পের আয়োজন;
ঝ. শিল্পকলার পাঠদান কোর্সে সহায়তা করা;
ঞ. এ চুক্তির বাহিরে ও অন্য কোন সুযোগ সুবিধার ক্ষেত্রে উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও ফেকাল্টি সদস্যদের সুযোগ করে দেয়া হবে।
সংবাদ প্রেরক বিকেএসপি জনসংযোগ কর্মকর্তা মো. আশরাফুজ্জামান / সাভারঢাকা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.