চাঁপাইনবাবগঞ্জের পদ্মার ভাঙ্গনরোধে কার্যকর ব্যবস্থা নেয়া হবে —এমপি জেসী


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:  চাঁপাইনবাবগঞ্জ জেলার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী এমপি বলেছেন, চাঁপাইনবাবগঞ্জের পদ্মার ভাঙ্গন রোধে কার্যকর ব্যবস্থা নেয়া হবে। নতুনভাবে ভাঙ্গন শুরু হওয়ায় সরকারকে এ বিষয়ে অবহিত করা হয়েছে।

তিনি বলেন, ইতিমধ্যে ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ড পরিকল্পনা মন্ত্রণালয়ে অর্থ ছাড়ের জন্য ডিপিপি প্রেরণ করেছে। যা দ্রুত কাজ করা হলে ভাঙ্গন রোধ করা সম্ভব। আর তা করতে না পারলে, মানুষ তার সহায় সম্বল হারিয়ে ফেলবে।

আজ সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শাহজাহানপুর ইউনিয়নের পদ্মার ভাঙ্গন কবলিত এলাকা সরেজমিন পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। পরে, প্রত্যন্ত চর হাকিমপুর ভাঙ্গন এলাকায় এক সমাবেশে বক্তব্য রাখেন তিনি।

শাহজাহানপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. আব্দুস সালামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব রুহুল আমিন, সদর উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হোসেন, স্থানীয় আ’লীগ নেতা আব্দুর রশিদ মাষ্টার, নারায়নপুর ইউপি চেয়ারম্যান মো. কামাল উদ্দিন হোদা, ইসলামপুর ইউপি চেয়ারম্যান আকতারুজ্জামান টিপু।

শেষে, ভাঙ্গনরোধে বালু ভর্তি জিও ব্যাগ ফেলে কাজের উদ্বোধন করেন এমপি জেসী। চাঁপাইনবাবগঞ্জ এব্যাপারে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সৈয়দ শাহিদুল আলম জানান, স্থায়ী বাঁধের পর উজানে প্রায় সাড়ে ৪’শ মিটার এলাকা নতুনভাবে ভাঙ্গনের কবলে পড়েছে।

এ এলাকায় ভাঙ্গন প্রতিরোধে পর্যায়ক্রমে ৯ হাজার বালু ভর্তি জিও ব্যাগ ফেলে ব্যবস্থা নেয়া হয়েছে।

তবে, পদ্মার ভাঙন ঠেকাতে ৬.১ কিলোমিটার প্রতিরক্ষামূলক বাঁধ বাস্তবায়নের লক্ষ্যে ৪’শ ৮৪ কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাবনা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, অনুমোদন পেলে দ্রুতই পদ্মা তীর সংরক্ষন কাজ শুরু হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.