গোদাগাড়ীতে নৌকার বিজয় নিশ্চিত করনে প্রচারনা সভা

নিজস্ব প্রতিবেদকআসন্ন সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করনে গোদাগাড়ীতে প্রচরনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বিকাল ৪ টার দিকে দেওপাড়া ইউনিয়নের পাল পুর উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ওয়ালিউল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র লিটন বলেন,আজকে এই জনতার ঢল দেখে মুগ্ধ হয়েছি। বিশ্বাস করি আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে ভোটের মাঠে কাজ করে নৌকাকে বিজয়ী করবেন। বঙ্গবন্ধুর স্মৃতি চারন করে মেয়র বলেন, বঙ্গবন্ধুর সান্নিধ্য পেয়েছি। সৎ, যোগ্য ও সঠিক নেতৃত্বের দাবিদার ছিলেন। তার সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আজ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাড়িয়েছে। গত এক দশকে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে মেয়র বলেন, দেশ শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে।

স্কুল-কলেজের ভবন নির্মান, বই বিতরন,রাস্তা পাকাকরন,বিদ্যুত উৎপাদনসহ বিভিন্ন খাতে ব্যাপক উন্নয়ন ঘটেছে। এছাড়ও দেশ তথ্যপ্রযুক্তিতে ও এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ বায়ান্ন তম দেশ হিসেবে মহাকাশে উৎক্ষেপন করা হয়েছে। নারীদের ক্ষমতায়নে তিনি বলেন, নারীরা আজ সবক্ষেত্রে পর্দাপন করছে। ডাক্তার, আইনজীবী,প্রশাসন ,পাইলটে তারা অবস্থান করছে। তারা আজ নেতৃত্ব দিতে শিখেছে। বিএনপি জামায়াতের নৃশংসতার কথা বলে তিনি বলেন, ২০১৪ সালে ৫ জানুয়ারি বিএনপি জামায়াত দেশে তান্ডব লীলা চালিয়েছিলো। আমরা জঙ্গীবাদ রাষ্ট্র চাইনা।উন্নয়নের রাষ্ট্র চাই। সভায় রাজশাহী-১(তানোর-গোদাগাড়ী) আসনের নৌকা মনোনীত প্রার্থী ও সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী বলেন, দেশে উন্নয়নের জোয়ার বইছে। এই উন্নয়নের জোয়ারে ভাসতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ভোটের মাঠে কাজ করতে হবে।

তাহলেই আমরা পাবো উন্নয়নের রাষ্ট্র। সভায় অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাবেক যুগ্ম আহবায়ক শরিফ তুহিন ,জেলা যুবলীগ সহ- সাংগঠনিক সম্পাদক সেলিম জাহাঙ্গীর, গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগ সভাপতি বদিউজ্জামান,যুগ্ম সম্পাদক জয়নাল আবেদীন(জনি),যুবলীগ সাবেক সভাপতি শফিকুল সরকার,কাকন হাট পৌরসভার মেয়র আব্দুল মজিদসহ ইউনিয়ন ও ওয়াডের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এসময় বিএনপির অর্ধশত নেতা- কর্মীরা আওয়ামী লীগে যোগদান করেন। সভায় নেতা-কর্মীরা “ নৌকা,নৌকা” শ্লোগান তোলেন। শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ।

সংবাদ প্রেরক মোঃ রবিউল ইসলাম।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.