বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: অত্যন্ত সফল একটি মৌসুম পার করেছেন এরিনা সাবালেঙ্কা। ২০২৩ সালে জীবনের প্রথম গ্র্যান্ডস্লাম জয়ের পাশাপাশি বিশ্ব টেনিস র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করার গৌরব অর্জন করেন তিনি। ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডনের সেমিফাইনাল খেলা বেলারুশ সুন্দরী জায়গা করে নিয়েছিলেন মৌসুমের শেষ মেজর টুর্নামেন্ট ইউএস ওপেনের ফাইনালেও। অর্থাৎ সিনিয়র ক্যারিয়ারে বলা চলে সাবালেঙ্কার কাছে এটা স্বপ্নের মতোই একটা মৌসুম। তবে আজ থেকে শুরু ব্রিসবেন ইন্টারন্যাশনাল টেনিস টুর্নামেন্ট দিয়েই নতুন মৌসুমের মিশন সূচনা করবেন ২৫ বছর বয়সী এই তারকা। নতুন মৌসুমে নিজের ওপর কোন ধরনের চাপ না নেওয়ার কৌশল অবলম্বন করার প্রত্যয় ব্যক্ত করেছেন সাবালেঙ্কা।
শনিবার এ ব্যাপারে অস্ট্রেলিয়ান ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন বলেন, ‘গত মৌসুমে সত্যিই আমি অসাধারণ পারফর্ম করেছি। যা করাটা মোটেও সহজ ছিল না। চলতি মৌসুমও যে সহজ হবে তা বলা যাবে না কোনোভাবেই। তবে এবার শিরোপা ধরে রাখার ব্যাপারটি আপনাকে মাথায় নিয়েই কোর্টে নামতে হবে। এটা নিঃসন্দেহে আপনার চ্যালেঞ্জ আরও কঠিন করে তুলবে। তবে আমি নিজের ওপর কোনোরকমের চাপ নিতে চাই না। আমি শুধু চেষ্টা করেছি যতটা সম্ভব আমার পক্ষ থেকে ভালো প্রস্তুতি নেওয়া যায়। আমি জানি তা খুবই কঠিন বিশেষ করে যখন আপনার নামের পাশে একটি গ্র্যান্ডস্লাম থাকবে।’
প্রথম গ্র্যান্ডস্লাম জয়ের পাশাপাশি দুটি মেজর টুর্নামেন্টের সেমিফাইনালের টিকিট কাটা সাবালেঙ্কা গ্র্যান্ডস্লামের ফাইনালে পরাজয়েরও স্বাদও পেয়েছেন এক মৌসুমে। এসব থেকেই শিক্ষা নিয়ে এগিয়ে যেতে চান ভবিষ্যতে। সেজন্য নতুন মৌসুম শুরুর আগেই মানসিকভাবে সাবালেঙ্কা এমন প্রস্তুতি নিয়ে রেখেছেন যে কোনো প্রতিপক্ষই তাকে হারিয়ে দিতে পারে।
আর এমন বিশ্বাস নাকি তাকে আরও বেশি আত্মবিশ্বাসী করে তুলবে বলে মন্তব্য করেছেন বেলারুশ সুন্দরী। তিনি বলেন, ‘আমি হারতে পারি, এই ব্যাপারটাকে গ্রহণ করার মানসিক প্রস্তুতি নিয়ে রেখেছি। যদি আমি আমার নিজের সেরা টেনিস না খেলতে পারি তাহলে যে কোনো খেলোয়াড়ই আমাকে হারাতে পারে এটাই স্বাভাবিক ব্যাপার। আর এ ব্যাপারটা যদি মানসিকভাবে গ্রহণ করে নিতে পারি তাহলে আমি মনে করি আপনাকে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে। সেইসঙ্গে গুরুত্বপূর্ণ সময়ে কোর্টে শান্ত থাকার মানসিকতাও গ্রহণ করতে হবে।’ #
Comments are closed, but trackbacks and pingbacks are open.