বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ২৫ মে ষষ্ঠ দফার ভোটগ্রহণ হবে দিল্লিতে। এর আগে বৃহস্পতিবার দেওয়া এক ভিডিও বার্তায় সোনিয়া গান্ধী দিল্লির জনগণের উদ্দেশ্যে ভাষণ দেন। তিনি বলেন, ‘এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন। এই নির্বাচন দেশের গণতন্ত্র ও সংবিধান রক্ষার নির্বাচন।’
তিনি আরও বলেন, ‘প্রতিটি ভোট কর্মসংস্থান সৃষ্টি করবে, মুদ্রাস্ফীতি হ্রাস করবে এবং নারীদের ক্ষমতায়ন করবে।’
নির্বাচনে দিল্লির জনগণকে তাদের ভূমিকা পালন করতে হবে বলে জোর দিয়ে সাবেক এই কংগ্রেস প্রধান বলেন, ‘এই নির্বাচনে বেকারত্ব, মুদ্রাস্ফীতি এবং সাংবিধানিক প্রতিষ্ঠানের ওপর আক্রমণের মতো ইস্যুতে লড়াই চলছে। এই লড়াইয়ে আপনাকে আপনার ভূমিকা পালন করতে হবে।’
সোনিয়া আরও বলেন, বেকারদের চাকরি হবে কিনা, জিনিসপত্রের দামের ঊর্ধ্বগতিতে লাগাম টানা যাবে কি না সবই ঠিক হবে আপনার একটি ভোটের ওপর। অনুগ্রহ করে এগুলো বিবেচনায় রেখে ভোট দিন।
মূলত শনিবার দিল্লির সাতটি আসনে ভোট অনুষ্ঠিত হবে। তার আগে বৃহস্পতিবার বিকেলেই শেষ হয় প্রকাশ্য প্রচার। দিল্লিতে সাতটি আসনের মধ্যে তিনটিতে লড়াই করছে কংগ্রেস, আর চারটিতে আম আদমি পার্টি (এএপি)। বিজেপির সঙ্গেই মূলত তাদের প্রতিদ্বন্দ্বিতা হবে।
সোনিয়া বলেন, ‘দিল্লির সাতটি আসনে কংগ্রেস এবং ইন্ডিয়া ব্লকের প্রার্থীদের বিপুল ভোটে বিজয়ী করার জন্য আপনাদের কাছে আমি আবেদন করছি।’
প্রসঙ্গত, শারীরিক কারণে সোনিয়া এবার জনসভায় অংশ নিচ্ছেন না। শুধু এ মাসের শুরুতে রায়বেরলিতে গিয়েছিলেন রাহুল গান্ধীর মনোনয়ন দাখিলের দিন। টানা চারবার রায়বেরলির সংসদ সদস্য ছিলেন সোনিয়া। এবার সেখানে প্রার্থী হয়েছে রাহুল গান্ধী।
মনোনয়ন পেশের সময় ছেলেন পাশে থাকার পাশাপাশি সোনিয়া সেদিন একটি জনসভায়ও ভাষণ দেন। রায়বেরলিবাসীর উদ্দেশে সেদিন তিনি বলেন, ‘ছেলেকে আপনাদের হাতে তুলে দিয়ে গেলাম।’
সেদিন সেই মঞ্চ থেকেও দেশের গণতন্ত্র ও সংবিধান রক্ষার ডাক দিয়েছিলেন কংগ্রেস নেত্রী। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.