উজিরপুরে ১৬ কোটি টাকার ১৭টি প্রকল্পের উদ্বোধন, উন্নয়নের জোয়ারে ভাসছে দেশ : এমপি ইউনুস

 

উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে ১৬ কোটি টাকার ১৭টি প্রকল্পের শুভ উদ্বোধন করেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য আইন বিচার ও সংসদ বিষয়ক সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও প্যানেল স্পীকার অ্যাডঃ তালুকদার মোঃ ইউনুস।

আজ ১ নভেম্বর সকাল ১১টা থেকে এ প্রকল্পের উদ্বোধন শুরু করেন। ৬৫ লক্ষ টাকার জয়শ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভবন, সাড়ে ৭১ লক্ষ টাকা গড়িয়া-মুগাকাঠী প্রাথমিক বিদ্যালয়ে সড়ক, ৬৮ লক্ষ টাকার মূলপাইন-হস্তিশুন্ড সড়ক উন্নয়ন, ১ কোটি ৪৭ লক্ষ টাকার গড়িয়া নতুনহাট – শিকারপুর – ঘন্টেশ্বর বাজার সড়ক, ৪ কোটি ১০ লক্ষ টাকার ধামুরা কলেজ থেকে চেরাগ আলী বাজার পর্যন্ত সড়ক পুনঃ নির্মাণ, ১ কোটি ৪ লক্ষ টাকা ব্যয়ে যোগিরকান্দা ডিসি সড়ক, ৮৫ লক্ষ ৪০ হাজার টাকা ব্যয়ে মধ্য হারতা প্রাথমিক বিদ্যালয় ভবন, ৯৫ লক্ষ ৫৬ হাজার টাকা ব্যয়ে সাতলা ইউনিয়ন পরিষদ ভবন, ২৪ লক্ষ ৬০ হাজার টাকা ব্যয়ে সাতলা বাজার ঘাটলা নির্মাণ, ৩০ লক্ষ ০৭ হাজার টাকা ব্যয়ে দাসেরহাট-চাখার কলেজ রাস্তা রক্ষণাবেক্ষণ, ১ কোটি ০৮ লক্ষ টাকা ব্যয়ে দাসেরহাট-চাখার কলেজ রাস্তা রক্ষণাবেক্ষণ, ৮০ লক্ষ ৭৪ হাজার টাকা ব্যয়ে রৈভদ্রদী প্রাথমিক বিদ্যালয় ভবন, ২০ লক্ষ ৬৩ হাজার টাকা ব্যয়ে গুঠিয়া আইডিয়াল কলেজ পঞ্চগ্রাম থেকে বল্লভপুর ব্রীজ-বৈরকাঠী রাস্তা উন্নয়ন, ৮৩ লক্ষ টাকা ব্যয়ে বাইনের দীঘির পাড় প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন, ৭৮ লক্ষ ৪২ হাজার টাকা ব্যয়ে জল্লা প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন, ৭৮ লক্ষ ৪২ হাজার টাকা ব্যয়ে পীরেরপাড় প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন, ৮৩ লক্ষ টাকা ব্যয়ে যুগীহাটি প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন।

উদ্বোধনকালে প্রধান অতিথির সাথে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস,এম জামাল হোসেন, সাধারণ সম্পাদক আঃ মজিদ সিকদার বাচ্চু, যুবলীগ সভাপতি ও পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারী, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল, ওসি শিশির কুমার পাল, উপজেলা প্রকৌশলী ইউনুস আলী, বিআরডিবির চেয়ারম্যান আঃ হাকিম সেরনিয়াবাত, শিকারপুর ইউনিয়ন আওয়ামীলীগের সম্পাদক নজরুল ইসলাম মাঝি, বামরাইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গৌরাঙ্গ লাল কর্মকার, শোলক ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডাঃ আঃ হালিম, সাতলা ইউপি চেয়ারম্যান আঃ খালেক আজাদ, হারতা ইউপি চেয়ারম্যান ডাঃ হরেন রায় প্রমূখ। উদ্বোধনকালে প্রধান অতিথি বলেন, আওয়ামীলীগ সরকারের আমলে উন্নয়নের জোয়ারে ভাসছে সারাদেশ।

ইতিমধ্যে উজিরপুর বানারীপাড়ায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে সাড়ে ৭শত কোটি টাকার প্রকল্পের কাজ সম্পন্ন করা হয়েছে। এ ছাড়া সামাজিক সুরক্ষা, বিভিন্ন ভৌতিক অবকাঠামো, ব্রীজ, রাস্তা-ঘাট নির্মাণসহ বহুবিধ উন্নয়ন কার্যক্রম সম্পন্ন হয়েছে। আরো কিছু প্রকল্পের কার্যক্রম অচিরেই শুরু হবে। তাই উন্নয়নের অগ্রযাত্রাকে ধরে রাখতে হলে আবারো নৌকায় ভোট দেওয়ার আহবান জানান তিনি।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.