আদমদীঘিতে সাত জুয়ারির জেল
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: আদমদীঘি থানা পুলিশ গতকাল সোমবার রাতে ছোট আখিড়া গ্রামে ছায়েদ আলীর বাড়ীতে জুয়ার আখড়ায় অভিযান চালিয়ে খেলার সরঞ্জামসহ সাত জুয়ারিকে আটক করেছে।
পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। নির্বাহি ম্যাজিষ্ট্রেট আরাফাত হোসেন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই রায় দেন।
সাজাপ্রাপ্তরা হলেন উথরাইল গ্রামের আছিমুদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন (৪০) ও মালিক তাহের মৃধার ছেলে ছায়েদ আলী (৫৫) কে ১৫দিন করে এবং ছোট আখিড়া গ্রামের গ্রামের মোসলেম মৃধার ছেলে বকুল মৃধা (৪০), আব্দুস ছাত্তারের ছেলে মামুন (২৪), লুৎফর রহমানের ছেলে জুয়েল (৩২) ও ছায়েদ আলীর ছেলে রফিকুল ইসলাম (২২) কে ৭দিন করে কারাদন্ড দেযা হয় বলে থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম জানান।#
Comments are closed, but trackbacks and pingbacks are open.