আদমদীঘিতে “বাঙালি জাতির মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু” গ্রন্থের মোড়ক উম্মোচন

 

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: গতকাল সোমবার রাতে আদমদীঘি সদর আওয়ামীলীগ কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক অবসরপ্রাপ্ত শিক্ষক ও বিশিষ্ট লেখক মোখলেস রাহমান রচিত “বাঙালি জাতির মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু” নামক গ্রন্থের মোড়ক আনুষ্ঠানিক ভাবে উম্মোচন করা হয়।

এ উপলক্ষে এক আলোচনা সভা বগুড়া জেলা পরিষদ সদস্যা ও উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী মনজু আরা বেগমের সভাপতিত্বে ও মাহবুবা মোস্তারির সঞ্চলনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম খান রাজু। এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু রেজা খান, রহিম উদ্দীন ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান প্রমূখ।

উল্লেখ্য, লেখক মোখলেস রাহমান রচিত মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিব, মহান নেতা বঙ্গবন্ধু, রক্তাক্ত ১৫ আগষ্ঠ ১৯৭৫, মুক্তিযোদ্ধাদের কথা, আদমদীঘির মুক্তিযুদ্ধ, বাঙালি জাতির মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু, জুটিহারা পাখি, নীরহারা পাখি, সেই কালো রাতে, নারী মনের চেতনা ও পাহাড়ের কাঁন্না গ্রন্থ ঢাকায় একুশে বই মেলায় স্থান পেয়েছে বলে লেখক মোখলেস রাহমান জানান।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.