৩ দফা দাবীতে আদায়ের জন্য বাগেরহাটে শিক্ষকদের মানববন্ধন ও স্বারকলিপি

বাগেরহাট প্রতিনিধি: শিক্ষকদের মধ্যে বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ এবং জাতীয় করণের পুর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবীতে বাগেরহাটে মানব বন্ধন কর্মসূচী পালন করেছেন শিক্ষকবৃন্দ।
মঙ্গলবার সকালে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেসরকারি স্কুল ও মাদ্রাসা শিক্ষা পরিবারের ব্যানারে এ কর্মসূচী পালিত হয়।
কর্মসুচীতে ব্যানার ফেস্টুন নিয়ে জেলার বিভিন্ন উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন যদুনাথ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এনজিও ব্যাক্তিত্ব ঝিমি মন্ডল, বাগেরহাট কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. আবুল কালাম আজাদ, বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফারহানা আক্তার, ও প্রধান শিক্ষক হুমায়ুন কবিরসহ আরও অনেকে।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষ সচিবের বরাবর শিক্ষকদের ৩ দফা দাবি সম্বলিত একটি স্বারকলিপি প্রদান করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.