হেলিকপ্টারে চড়ে যেভাবে দেশ ছাড়লেন শেখ হাসিনা ও শেখ রেহানা

 

ঢাকা প্রতিনিধি: ছাত্র-জনতার বিক্ষোভের মুখে পদত্যাগ করে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা। সোমবার (৫ আগস্ট) দুপুর আড়াইটার দিকে বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টার শেখ হাসিনা ও শেখ রেহানাকে নিয়ে যাত্রা করে। যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চাইলেও সেই সুযোগ পাননি শেখ হাসিনা।
ভিডিওতে দেখা যায়, একটি ছাই রঙের মিলিটারি হেলিকপ্টারে চড়ে শেখ হাসিনা বিমানবন্দরে যান। সেখানে আগে থেকেই একটি সবুজ রঙের প্রাইভেটকার ও একটি কালো রঙের টয়োটা প্রাডো গাড়ি অবস্থান করছিল।
হেলিকপ্টারটি অবতরণের পর পাঁচ-ছয়জন কালো ব্লেজার পরা ব্যক্তি শেখ হাসিনাকে সঙ্গে নিয়ে দ্রুত কালো প্রাডো গাড়ির দিকে হাঁটতে থাকেন। এ সময় তিনি কারও সঙ্গে কথা বলছিলেন না।
শেখ হাসিনা গাড়ির কাছাকাছি পৌঁছালে গাড়িচালক পেছনের দরজা খুলে দেন। তখন তিনি গাড়িতে উঠে যান।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মোমাসুদ রানা খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.