হবিগঞ্জে চোখে লাল কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে সরকার ঘোষিত শোক কর্মসূচি প্রত্যাখ্যান করেছেন শিক্ষার্থীরা। তারা চোখে ও মুখে লাল কাপড় বেঁধে দেশব্যাপী শিক্ষার্থীদের হত্যা, গুলি চালিয়ে আহত করার প্রতিবাদ জানিয়েছেন।
মঙ্গলবার (৩০ জুলাই) দুপুর ১২টায় শহরের বসন্ত কুমারী গোপাল চন্দ্র (বিকেজিসি) সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে ছাত্রীরা এ কর্মসূচি পালন করেন।
এ সময় বসন্ত কুমারী গোপাল চন্দ্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাড়াও হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজ, হবিগঞ্জ সরকারি মহিলা কলেজ, হবিগঞ্জ শচীন্দ্র কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। তাদের হাতে ‘মোর ছাওয়ালকে মারলু ক্যানে?’, ‘প্রিয় ফুল খেলবার দিন নয়’, ‘অদ্য ধ্বংসের মুখোমুখি আমরা’ লেখা সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায়। তবে কর্মসূচিতে কোনো বক্তৃতা পর্ব ছিল না।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর হবিগঞ্জ প্রতিনিধি মো. জুনাইদ চৌধুরী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.