সোমালিয়ায় জনপ্রিয় বিচে অতর্কিত হামলা, নিহত-৩২

 

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: সোমালিয়ার রাজধানী মোগাদিশুর জনপ্রিয় এক বিচে অতর্কিত বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩২ জন নিহত হয়েছে। আহত হয়েছে, অন্তত ৬৩ জন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ও বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
সশস্ত্র গোষ্ঠী আল কায়েদার সঙ্গে সম্পৃক্ত আল-শাবাব শুক্রবার (২ আগস্ট) সোমালিয়ার লিডো বিচে চালানো হামলার দায় স্বীকার করেছে। সোমালিয়ার সংবাদ সংস্থাগুলো বলছে, নিরাপত্তা বাহিনী দ্রুত ঘটনাস্থলে যায়। অন্তত পাঁচজন হামলাকারী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে এবং আরেকজন নিজেকে উড়িয়ে দেয়।
দেশটির পুলিশের মুখপাত্র আব্দিফাতাহ আদান হাসান সাংবাদিকদের বলেছেন, ৩২ জনের বেশি বেসামরিক নিহত হয়েছেন এবং ৬৩ জন আহত হয়েছে। এদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। 
একজন প্রতক্ষ্যদর্শী বার্তাসংস্থা এপিকে বলেছেন, বিস্ফোরক ভেস্ট পড়ে এক হামলাকারী নিজেকে হোটেলে উড়িয়ে দেয়। মোহামুদ মোয়ালিম নামে ওই ব্যক্তি আরও বলেন, হামলায় ওই হোটেলে থাকা আমার কয়েকজন বন্ধু নিহত হয়েছেন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.