সোমালিয়ায় গাড়িবোমা বিস্ফোরণে নিহত-৯, আহত-২০

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: সোমালিয়ার রাজধানী মোগাদিসুরে ভয়াবহ গাড়িবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবার (১৪ই জুলাই) এই বিস্ফোরণের ঘটনায় নিহত হয়েছে ৯ জন।
স্থানীয় পুলিশ জানিয়েছে,ক্যাফেতে এই ঘটনার সময় ফুটবলপ্রেমীরা ইউরো ২০২৪–এর ফাইনাল ম্যাচ দেখছিলেন। ঠিক ওই সময় ভয়াবহ বিস্ফোরণটি ঘটে।বিস্ফোরণে আহত হয়েছে ২০ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
পুলিশ এই ঘটনার জন্য উগ্রপন্থীদের দিকে অভিযোগ এনেছে। ‘আল শাবাব’ নামে একটি সশস্ত্র গোষ্ঠী তাদের অনুমোদিত রেডিও স্টেশনে এই হামলার দায় স্বীকার করেছে। তারা জানিয়েছে, বোমা হামলাটি এমন একটি জায়গায় লক্ষ্য করে করা হয়েছে, যেখানে নিরাপত্তা ও সরকারি কর্মীরা রাতে এসে যোগ দেয়।
উল্লেখ্য, উগ্রপন্থী গোষ্ঠীটি একসময় সোমালিয়ার বেশিরভাগ অংশ শাসন করত। মোগাদিসুতে ক্ষমতা দখলের জন্য দীর্ঘদিন ধরে লড়াই করে আসছে গোষ্ঠীটি। প্রায় মোগাদিসু এবং আশেপাশের অঞ্চলে ভয়াবহ হামলা চালায় গোষ্ঠিটি। যদিও এই গোষ্ঠীটির কোন জায়গা নেই মোগাদিসুরে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.