সোনামসজিদ এবং চামুচা সীমান্তে ৫৯ বিজিবি’র ফেন্সিডিল উদ্ধার


বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: মাদক বিরোধী অভিযানে বুধবার গভীর রাতে সোনামসজিদ ও চামুচা সীমান্তে ফেন্সিডিল উদ্ধার করেছে চাঁপাইনবাবগঞ্জস্থ রহনপুর ৫৯ বিজিবি সদস্যরা।
রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করে এক প্রেসনোটে জানান, নিজস্ব তথ্যের ভিত্তিতে ৮ জুন আনুমানিক রাত ১১টার দিকে সোনামসজিদ বিওপির হাবিলদার মোঃ সেলিম পারভেজ এর নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৮ মেইন হতে আনুমানিক ৩ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে মির্জাপুর সাওতাল পাড়া নামকস্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন ভারতীয় ২৯২ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
উদ্ধারকৃত ফেন্সিডিল এর সিজার মূল্য-১ লক্ষ ১৬ হাজার ৮’শ টাকা। এছাড়াও ৯ জুন আনুমানিক রাত দেড়টার দিকে চামুচা বিওপির হাবিলদার মোঃ এরশাদুল হক এর নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৯৭/২-এস হতে আনুমানিক ১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে চামুচা মাঠ নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন ভারতীয় ৭৫ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়।
আটক ফেন্সিডিল এর সিজার মূল্য-৩০ হাজার টাকা। আটককৃত ফেন্সিডিল এর ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহন করা হয়েছে। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.