সুনামগঞ্জপ্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার উত্তর বংশিকুন্ডা ইউনিয়নের কড়াইবাড়ি ও দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাঁশতলা সীমান্ত থেকে চোরাচালানের মাধ্যমে আনা ২৩টি ভারতীয় গরু আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে বিজিবির সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়নের মধ্যনগর উপজেলার উত্তর বংশিকুন্ডা ইউনিয়নের মাটিয়ারবন বিওপির সদস্যরা সীমান্তের কড়াইবাড়ি থেকে ৮টি এবং দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাঁশতলা বিওপির সদস্যরা দক্ষিণ কলোনী এলাকা ১৫টি ভারতীয় গরু আটক করে।
বিজিবি জানিয়েছে, আটককৃত ২৩টি ভারতীয় গরুর মূল্য প্রায় ২৬ লাখ ৫০ হাজার টাকা। ভারতীয় আটক করা সম্ভব হলেও কাউকে আটক করতে পারেনি বিজিবি। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে গেছে।
বিজিবির সুনামগঞ্জ ২৮-ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুটি সীমান্ত এলাকা থেকে ২৩ টি ভারতীয় গরু আটক করা হয়েছে। আটককৃত গরুগুলো সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির নজরদারি অব্যাহত আছে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.