সাতক্ষীরায় ভুমিহীন ও কায়পুত্রদের পুনঃ বাসনসহ উচ্ছেদ বন্ধের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় ভুমিহীনদের ভুমির অধিকার ও গৃহহীনদের বাসগৃহ ঘর প্রদানসহ অসহায় কায়পুত্রদের পুনঃ বাসন ও তাদের উচ্ছেদ বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আলিপুর কায়পুত্র পুনঃ বাসন আন্দোলন কমিটির আয়োজনে ১৫ জুলাই সোমবার সকাল ৯টায় সাতক্ষীরা কালীগঞ্জ সড়কের সদর উপজেলার আলিপুর হাটখোলার রিশিপাড়া সংলগ্ন সড়কের উপর মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে কায়পুত্র সম্প্রদায় সুচীন মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহবায়ক এড বেলাল হোসেন, স্বদেশ এনজিও নির্বাহী পরিচালক মাদব দত্ত, বাংলাদেশ বাসত জেলা শাখার সভাপতি নিত্যেন্দ সরকার, সমাজতন্ত্রিক দল জেলার সভাপতি ওবায়দুল সুলতান, বাংলাদেশ জাসদ জেলার জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি আদিত্য মল্লিক, সহ সভাপতি সেলিম হোসেন, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, ভুমিহীন সমিতির সভাপতি কওছার আলী, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, সিবিপি জেলার সভাপতি আবুল হোসেন, সহ আরো অনেকে এনজিও প্রতিনিধি, কায়পুত্র সম্প্রদায় মানুষ প্রমূখ।
অনুষ্ঠানটি সঞ্চালনায় করেন গনফোরাম জেলার সভাপতি মোঃ আলী নুর খান বাবুল।
মানববন্ধনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সহ সংশ্লিষ্টদের কাছে ভুমিহীন মুক্ত ঘোষণা বাতিল করে ভুমিহীনদের ভুমির অধিকার ও গৃহহীনদের বাসগৃহ এবং কায়পুত্রদের পুনঃ বাসনসসহ তাদের উচ্ছেদ বন্ধের জোর দাবি জানান বক্তারা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সাতক্ষীরা প্রতিনিধি মো. সেলিম হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.