সাতক্ষীরা থানায় লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা থানায় লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। সাতক্ষীরা সদর থানার লুট হওয়া অস্ত্র-গুলি রাখার অভিযোগে ৩১ আগস্ট শনিবার দুপুরে সাতক্ষীরা শহরের সুলতানপুর এলাকায় অভিযান চালিয়ে পুতে রাখা অস্ত্র-গুলি উদ্ধারসহ দুই জনকে আটক করেছে র‌্যাব।
আটককৃতরা হলেন, সাতক্ষীরা পৌরসভার সুলতানপুর এলাকার শেখ সাখাওয়াত হোসেনের ছেলে মেহেদী হাসান (২১), আব্দুল মজিদ গাজীর পুত্র ফরহাদ হোসেন (২৭)।
উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে, ২টি ওয়ান শুট্যারগান, একটি বিদেশী পিস্তল, দুটো ম্যাগজিন ও ২৩ রাউন্ড গুলি।
 র‌্যাব সাতক্ষীরা ক্যাম্পের কমান্ডার ফয়সাল তানভীর বলেন, গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পরে সাতক্ষীরা সদর থানায় হামলা চালায় বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এসময় পুলিশের কাছ থেকে অস্ত্র ও গুলি লুট করা হয়।
পরবর্তীতে মাইকিং করে অস্ত্র ফেরত চাওয়া হলেও লুটকারীদের অনেকেই কর্ণপাত করেননি।
র‌্যাব কমান্ডার আরোও জানান, ৩১ আগস্ট  শনিবার দুপুরে তাদের কাছে খবর আসে, সুলতানপুর এলাকায় লুট হওয়া ও অবৈধ অন্যান্য অস্ত্র মাটিতে পুতে রাখা হয়েছে।
এমন সংবাদের ভিত্তিতে ফরহাদ হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তার রান্না ঘরের মধ্যে পুতে রাখা অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। পাশাপাশি থানার এসআইদের হারিয়ে যাওয়া দুটো মোটরসাইকেলের চেসিস জব্দ করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র ও আটককৃত আসামীদের সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করার হয়েছে বলে জানান র‌্যাব কমান্ডার।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সাতক্ষীরা প্রতিনিধি মো. সেলিম হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.