সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক ও সচিবের নেতৃত্বে বিক্ষোভ মিছিল 

সাতক্ষীরা প্রতিনিধি: ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যা, খুন, গুম, হামলা, মামলার প্রতিবাদে এবং জড়িতদের বিচারের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার (১৫ অগাস্ট) বেলা ১১টায় শহরের নিউমার্কেট এলাকা হতে বের হওয়া মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইটাগাছা হাটের মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী, জেলা বিএনপির সদস্য সচিব ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম ও জেলা বিএনপির সমন্বয়ক ও যুগ্ম আহবায়ক মো. হাবিবুর রহমান হাবিব। মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী ও সদস্য সচিব আব্দুল আলিম।
সমাবেশে এড. সৈয়দ ইফতেখার আলী বলেন, গণহত্যা, গুম, জুলুম-নির্যাতন ও হামলা মামলার জন্য দায়ী শেখ হাসিনাকে বিচার করে ফাঁসি দিতে হবে। তাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে। ফ্যাসিবাদের দোসরদের ব্যাপারে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি বলেন, এখনো ষড়যন্ত্র শেষ হয়নি। সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপি’র আহ্বায়ক অ্যাডভোকেট নুরুল ইসলাম, সদস্য সচিব নূরে আলম সিদ্দিকী, পৌর বিএনপির আহবায়ক মো. শের আলী, সদস্য সচিব ও পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতী, জেলা যুবদলের সাবেক সভাপতি আবু জাহিদ ডবলু, পৌর কাউন্সিল শফিকুল আলম বাবু, সাবেক সাধারণ সম্পাদক এইচ আর মুকুল, মৎস্য জীবিদলের সালাউদ্দিন লিটন, জেলা কৃষক দলের সদস্য সচিব মো. রবিউল ইসলাম, জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহবায়ক মাহমুদুল হক, সাইফুল ইসলাম বাবলু, জেলা তাঁতীদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম, পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক এম এ রাজ্জাক, জেলা জাসাস এর আহবায়ক জিল্লুর রহমান, সদস্য সচিব ফারুক হোসেন, শহর ছাত্রদলের সদস্য সচিব মো. শাহিন ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ আজিজুর রহমান সেলিম, পৌর যুবদলের আহ্বায়ক আলী শাহিন, পৌর ছাত্র দলের যুগ্ম আহবায়ক আল আমিন, ইসমাইল হোসেন নিরব, সদস্য সচিব মাসুম রানা সবুজ জাসাস নেতা শাহাদাত হোসেন প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন সদর থানা যুবদলের আহবায়ক নজরুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইসমাইল বাবু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আশরাফুল ইসলাম হাবলু, ছাত্রনেতা আনারুল ইসলাম, যুবনেতা সুমনুর রহমান সুমনসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বিক্ষোভ শেষে সাতক্ষীরা হাটের মোড়ে সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সাতক্ষীরা প্রতিনিধি মো. সেলিম হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.