সাগরের ঢেউয়ের আঘাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে ভাঙন
কক্সবাজার প্রতিনিধি: সাগরের উত্তাল জোয়ার ও ঢেউয়ের আঘাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের সাবরাং জিরো পয়েন্ট, শাহপরীর দ্বীপ ও মহেশখালী পাড়া নৌ-ঘাট অংশে নতুন করে ভাঙন দেখা দিয়েছে।
গত বৃহস্পতিবার ও শুক্রবার দুই দিনে সাবরাং জিরো পয়েন্টের প্রায় ১০০-১৫০ ফুট পশ্চিম পাশের রাস্তা সাগরে বিলীন হয়ে গেছে। জিও টিউব বাঁধ থাকলেও ঢেউ ঠেকাতে পারছে না, ফলে লোনা পানি জোয়ারের সময় চাষের জমিতে ঢুকে ফসল নষ্ট করছে।
সাবরাং জিরো পয়েন্ট এলাকার কলিম উল্লাহ বিটিসি নিউজকে বলেন, ‘ঢেউয়ের তীব্রতা বাড়লে রাস্তার আরো বড় অংশ ভেঙে পড়তে পারে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাসময়ে উদ্যোগ নেওয়ার জন্য আমরা অনুরোধ করছি।’
টেকনাফ সদর ইউনিয়ন চেয়ারম্যান জিয়াউর রহমান বিটিসি নিউজকে জানান, উত্তাল সাগরের আঘাতে শাহপরীর দ্বীপের দিকে সবচেয়ে বেশি ভাঙন হচ্ছে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘এই অংশে রাস্তা যদি পুরোপুরি ভেঙে যায়, টেকনাফ-কক্সবাজার সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে।’
এর আগে ৩০ মে বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে বাহারছড়া শীলখালী ও টেকনাফ মুণ্ডার ডেইল অংশে সড়ক ভেঙে পড়ে। সেসব স্থানে স্থানীয় প্রশাসন ও সড়ক বিভাগ জরুরি মেরামত করলেও নতুন জায়গায় ভাঙন শুরু হয়েছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহেসান উদ্দিন বিটিসি নিউজকে বলেন, ‘ভাঙনের খবর পেয়ে সরেজমিন পরিদর্শন করেছি। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সড়ক ও জনপথ বিভাগকে চিঠি দেওয়া হয়েছে। জরুরি প্রতিরক্ষা কাজ শুরু হবে।’
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কক্সবাজার প্রতিনিধি আবুল কালাম আজাদ। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.