শিরোপার লড়াইয়ে ব্যাটিংয়ে ভারত

বিটিসি স্পোর্টস ডেস্ক: দেড় মাসের ক্রিকেটীয় যুদ্ধ শেষের পথে। ভারত কিংবা অস্ট্রেলিয়ার শিরোপা উৎসব দিয়ে পর্দা নামবে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের। এরই মধ্যে মেগা ফাইনালে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। ফলে আগে ব্যাটিং করবে ভারত।
বিশ্বকাপে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল ভারত। রাউন্ড রবিন লিগ পর্বে টানা ৯টি ম্যাচে জয় পায় রোহিত শর্মার দল। প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালেও নিউজিল্যান্ডকে পরাজিত করেছে টিম ইন্ডিয়া। অজিদের বিপক্ষে মেগা ফাইনালেও অপরিবর্তিত একাদশ নিয়ে নেমেছে স্বাগতিকরা।
ভারত ও দক্ষিণ আফ্রিকার কাছে হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল অস্ট্রেলিয়া। এরপর টানা ৮টি ম্যাচ জিতে ফাইনালে পৌঁছায় প্যাট কামিন্সের নেতৃত্বাধীন দল। ভারতের বিপক্ষে শিরোপা নির্ধারণী লড়াইয়ে সেমিফাইনাল ম্যাচের অপরিবর্তিত একাদশ নিয়েই নেমেছে রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
দুই দলের একাদশ
ভারত দলের একাদশ:রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, জাসপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব ও মোহাম্মদ সিরাজ।
অস্ট্রেলিয়া দলের একাদশ: ডেভিড ওয়ার্নার, ট্র্যাভিস হেড, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মার্নাস ল্যাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, জশ ইংলিশ (উইকেটকিপার), মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজেলউড। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.