শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তায় বিশেষ পুলিশ ইউনিট গঠন করল তালেবান

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে ১৭০ সদস্য নিয়ে একটি পুলিশ ইউনিট গঠনের ঘোষণা দিয়েছে তালেবানের অন্তর্বর্তী সরকারের উচ্চ শিক্ষা মন্ত্রণালয়।
আজ শনিবার (২৫ ডিসেম্বর) আফগানিস্তানের স্থানীয় খামা নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
উচ্চ শিক্ষা মন্ত্রণালয় আজ শনিবার (২৫ ডিসেম্বর) এক বিবৃতিতে জানিয়েছে, মন্ত্রণালয়ের বিশেষ বাহিনীর অধীনে এই বিশেষ ইউনিটের সদস্যদের ৩০ দিন প্রশিক্ষণ দেওয়া হবে। 
উচ্চ শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী লুৎফুল্লাহ খায়েরখাও জানান, শিক্ষা প্রতিষ্ঠানের সুরক্ষায় নতুন বিশেষ ইউনিটের প্রয়োজনীয়তা আবশ্যক।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা নতুন প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানের সুরক্ষা তাদের শক্ত ঘাঁটির মতোই গুরুত্বপূর্ণ।
তালেবানের আচরণ নিয়ে অসংখ্য অভিযোগ আসার পর শিক্ষা প্রতিষ্ঠানের সুরক্ষায় বিশেষ ইউনিট গঠনের ঘোষণা দেওয়া হলো। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.