শাহবাগ থেকে মিছিল করতে করতে বিজয় স্মরণী মোড়ে আসে কোটা আন্দোলনকারী 

ঢাকা প্রতিনিধি: কোটা সংস্কার আন্দোলনে সৃষ্ট সহিংসতায় নিহত ও গণগ্রেফতারের প্রতিবাদ  শহীদ মিনারে অবস্থান নেয় তারপরে শাহবাগে অবস্থান কোটা আন্দোলনকারীরা।
এদিকে কিছু কিছু কোটা আন্দোলনকারী বিজয় সরণি মোড় পর্যন্ত মিছিল করতে করতে চলে আসে।
তারা বিজয় সরণি মত দিয়ে গণভবনের দিকে যেতে চাইলে পুলিশ তাদের বাধা দিলে তারা বিদায় স্মরণ নিতে কিছুক্ষণ অবস্থান করে যে যার মত বাড়ি চলে যান।
শুক্রবার (২ আগষ্ট) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা সারাদেশে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও ৯ দফা দাবিতে শনিবার সারাদেশে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেন। তারা আপামর জনসাধারণকে অলিতে-গলিতে, পাড়ায় পাড়ায় সংগঠিত হয়ে কর্মসূচি সফল করার আহ্বান করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মারুফ সরকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.