শরীয়তপুরে যাত্রীবাহী বাস থেকে ৪৮ কেজি গাঁজা সহ আটক-২

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার নরসিংহপুর ফেরিঘাটে অভিযান চালিয়ে কমফোর্ট সার্ভিস বাস থেকে ৪৮ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। এসময় সুপারভাইজার ও হেলপারকে আটক করা হয়েছে।
সোমবার (২৯ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮ মাদারীপুরের একটি দল সখিপুরের নরসিংহপুর ফেরিঘাটে অভিযান চালায়।
আটকরা হলেন- কমফোর্ট সার্ভিস বাসের সুপারভাইজার মাদারীপুরের রাজৈর থানার মো. আজিজুল হক ও বাসের হেলপার খুলনা জেলার বাঁশবাড়ী এলাকার মো. মাসুদ শেখ। আটকদের মাদক আইনে মামলা দিয়ে সখিপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদারীপুর ক্যাম্প র‍্যাব-৮ কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রিফাত জানান, সোমবার সকাল ১০টার দিকে শরীয়তপুরের ভেদরগঞ্জের নরসিংহপুর ফেরিঘাট থেকে কমফোর্ট সার্ভিস নামে একটি বাস থেকে মোট ৪৮ কেজি গাঁজা জব্দ করা হয়। এসময় ওই বাসের সুপারভাইজার ও হেলপারকে আটক করে মাদক আইনে মামলা দিয়ে সখিপুর থানায় জব্দকৃত মালামালসহ হস্তান্তর করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর শরীয়তপুর প্রতিনিধি মো. রেজাউল করিম (রেজা)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.