লিভারপুলের জয়ে সালাহ-আলিসনের ‘১০০’

বিটিসি স্পোর্টস ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে লিভারপুল। তবে অ্যানফিল্ডে ম্যাচ শেষে দারুণ কীর্তি নিয়ে মাঠ ছাড়লেন দলটির স্ট্রাইকার মোহামেদ সালাহ ও গোলরক্ষক আলিসন বেকার।
ম্যাচের ১৩তম মিনিটে অলরেডদের হয়ে একমাত্র গোলটি সালাহর। ভার্জিল ফন ডাইকের হেড থেকে ডান পায়ের টোকাটা বলে ঠিকমতো না লাগলেও গোল লাইন পেরিয়ে যায়। এরইসঙ্গে লিভারপুলের ১৩১ বছরের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে অ্যানফিল্ডে টানা ৯ ম্যাচে গোল করলেন।
লিভারপুলের ঘরের মাঠে সালাহর এটি শততম গোলও। শততমের মাইলফলক ছুঁয়েছেন আরও একজন। লিভারপুলের হয়ে ১০০তম ‘ক্লিন শিট’ (গোল না খাওয়া) ম্যাচ খেললেন গোলকিপার আলিসন বেকার।
লিগে টানা ষষ্ঠ জয়ে ৩৫ ম্যাচে ৬২ পয়েন্ট সংগ্রহে পাঁচে উঠে এল লিভারপুল। ৩৩ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে চারে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ব্যবধান একমাত্র ১ পয়েন্টের। ৩৪ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.