লালমনিরহাটে সকল থানার কার্যক্রম শুরু

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে পাঁচ থানার কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (১২ আগস্ট) সকাল থেকে থানাগুলোতে পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে। শহরের সড়কগুলোর গুরুত্বপূর্ণ পয়েন্টে দায়িত্বে ফিরেছে ট্রাফিক পুলিশও। এতে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
এর আগে, মঙ্গলবার (৬ আগস্ট) থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেন পুলিশ সদস্যরা। ছাত্রদের বৈষম্যবিরোধী আন্দোলনকে ঘিরে দেশে অরাজক পরিস্থিতির মধ্যে অনেক পুলিশ, র‌্যাব, বিজিবি ও আনসার সদস্য নিহত হন। আহত হন কয়েক হাজার সদস্য। এ ছাড়া দেশের বিভিন্ন থানায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
এরই পরিপ্রেক্ষিতে সোমবার (১২ আগস্ট) সকালে লালমনিরহাট সদর থানা, আদিতমারী থানা, কালীগঞ্জ থানা, হাতীবান্ধা থানা, ও পাটগ্রাম থানার কর্মরত সকল পুলিশ সদস্যরা কর্মস্থলে ফেরেন বলে দুপুরে নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার।
লালমনিরহাট পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম বলেন, সোমবার সকাল থেকে জেলার পাঁচটি থানায় সকল পুলিশ সদস্যরা তাদের কর্ম স্থলে আছে। এ ছাড়া শহরের বিভিন্ন পয়েন্টে ট্রাফিক পুলিশের স্বাভাবিক কার্যক্রম শুরু করেছে। সাধারণ মানুষের চাহিদা বিবেচনা করেই পুলিশ আবারও দায়িত্ব পালন করছে। জনগণের জানমাল রক্ষায় পুলিশ সর্বদা নিয়োজিত রয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট প্রতিনিধি হাসানুজ্জামান হাসান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.